ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ১:২৩ পিএম

মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

রবিবার (৪ আগস্ট) বেলা ১০টার দিকে শহরে থানারপুল চত্ত্বরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানাযায়, নিহত ২ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আ’লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির কর্মী-সমর্থকরা অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় গোলাগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছোড়ে। এসময় ৫/৬টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ভাংচুর করা হয় দোকানপাট। ছিঁড়ে ফেলা হয় শহরের সুপার মার্কেট এলাকার ১৫ আগস্টের নির্মিত তোরণ।

এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে বারবার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোস্তফা জামান বলেন, হাসপাতালের আনার আগেই ২ জন মারা যায়। দুইজনই গুলিবিদ্ধ ছিল। হাসপাতালে ৩৩ জনের মত চিকিৎসা নিয়েছেন

পাঠকের মতামত

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...