ঢাকা: মিয়ানমার থেকে বাংলাদেশ ‘জি টু জি’ ভিত্তিতে চাল আমদানিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে দু’দেশ সম্মত হয়েছে।
রোববার ঢাকায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানের অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে দু’দেশ সম্মত হয়। মন্ত্রণালয়ে খাদ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক হয় বলে পরে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, বৈঠকে খাদ্যমন্ত্রী চাল আমদানি করার আগ্রহ ব্যক্ত করেন। পরে মিয়ানমারের রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার আশ্বাস দেন। যার অধীনে বাংলাদেশ এ২এ ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত মূল্যে চাল (মানসম্মত চাল) মিয়ানমার থেকে আমদানি করতে পারবে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মিয়ানমার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে আরো বাণিজ্যিক সুবিধা আশা করে।
বৈঠককালে খাদ্য সম্পর্কিত বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক বহু বিষয় নিয়ে আলোচনা হয়।
পাঠকের মতামত