প্রকাশিত: ২৯/০৩/২০১৮ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাদের মিয়ানমারে হস্তান্তরের জন্য নতুন আরও একটি তালিকা তৈরি করছে সরকার। তালিকা তৈরি হলে এটি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মাদ আবুল কালাম বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা নতুন তালিকা তৈরির কাজ করছি।’ নতুন তালিকায় রোহঙ্গাদের সংখ্যা কত হবে, এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘পাঁচ থেকে দশ হাজারের মধ্যে থাকবে।’
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সরকার ১ হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ রোহিঙ্গার প্রথম তালিকা হস্তান্তর করা হয়। এরমধ্যে এখন পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ ৫৭০ রোহিঙ্গার নাম যাচাই-বাছাই করেছে। মিয়ানমার রোহিঙ্গার নাম পরিবারভিত্তিক অনুমোদন করেছে কিনা, জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার বলেন, ‘এটি আমরা পরীক্ষা করে দেখছি।’
এদিকে, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গঠিত দ্বিতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের জন্য একটি প্রস্তুতিমূলক সভা হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

মোহাম্মাদ আবুল কালাম বলেন, ‘আশা করা হচ্ছে দ্বিতীয় বৈঠক আগামী মাসে হবে। এজন্য আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের অবস্থান তৈরি করছি।’ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে সরকারের চুক্তি বিষয়ে তিনি বলেন, ‘এটি চূড়ান্ত হয়ে গেছে। আশা করা যায়, আগামী সপ্তাহে স্বাক্ষরিত হতে পারে।’

জিরো লাইনে যে পাঁচ হাজার রোহিঙ্গা অবস্থান করছে, তাদের বিষয়ে মোহাম্মাদ আবুল কালাম বলেন, ‘তারা এখনও মিয়ানমারে অবস্থান করছে। বাংলাদেশে আসার চেষ্টা করছে না।’ রাখাইনে পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনও কিছু দেখতে পাচ্ছি না।’
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...