প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৮:৪১ এএম

indian-armysoldiers_14582_1464612427-550x296আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ধরতে মিয়ানমারের প্রায় ১৮ কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সেনাবাহিনী।
এ অভিযানে অন্তত আট বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত এবং ১৮ জনকে আটকের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
তবে আটক ১৮ যোদ্ধাকে মিয়ানমার সরকারের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে। ‘প্রক্রিয়া মেনে’ তাদের ভারতে আনা হবে।
ভারতের আসাম রাইফেলস এ অভিযান চালায়। এখনও তারা মিয়ানমারের মধ্যেই রয়েছে, নাকি ভারতীয় সীমান্তে ফিরে এসেছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। সেনাবাহিনীর থ্রি কোরের এক জিওসি’র তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
ভারতের দাবি, মিয়ানমারের দুর্গম ওই এলাকাতেই নিজেদের সবচেয়ে বড় ঘাঁটি বানিয়েছে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা। মনিপুর, আসাম, নাগাল্যান্ডসহ বিভিন্ন এলাকায় নাশকতা চালিয়ে ওই জঙ্গলেই আশ্রয় নেয় তারা।
মিয়ানমারে ঢুকে ভারতীয় বাহিনীর এ ধরনের অভিযান নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির দাবি, মিয়ানমারের সম্মতি নিয়েই অভিযান চালানো হয়। তবে বিষয়টি নিয়ে বরাবরই নীরব থেকেছে মিয়ানমার।
এর আগে গত বছরের জুন মাসেও মিয়ানমারে ঢুকে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এক বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয়বারের মতো মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী।
গত বছর ২২ মে মনিপুরে ভারতীয় সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। সেই হামলায় সিক্স ডোগরা রেজিমেন্টের ১৭ জওয়ান নিহত হন। আহত হন আরও ১৬ জন।

চাঞ্চল্যকর তথ্য : সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ

পাঠকের মতামত

প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার

ভারতের উত্তর প্রদেশে মীরুটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ আদায়ের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার ...

বাংলাদেশ হয়ে রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে ...

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব ...

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় স্কুলে ভর্তি হতে পারবে রোহিঙ্গা শিক্ষার্থীরা

ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের ফলে দেশটির রোহিঙ্গা শরণার্থীরা সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ ...