প্রকাশিত: ০৬/০৬/২০১৬ ৬:৫১ এএম
babulঝিনাইদহ: চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু ছিলেন সদা হাস্যজ্জল ও নিরহংকারী। স্বামীর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে সবার সাথে হাসিমুখে কথা বলতেন। তার মনে কোন অহংকার ছিল না।

মাহমুদা আক্তার মিতু সম্পর্কে বাবুল আক্তারের চাচাতো ভাই এমদাদুল মিয়া এ ভাবেই বর্ণনা করেন।পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক। বর্তমান মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় বসবাস করেন। চাচাতো ভাই এমদাদুল মিয়া আরো জানান, ঈদে বা বিশেষ দিনে চাচা, চাচিসহ বাবুল আক্তার স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামে আসতেন। এ সময় গ্রামের বাড়িটি আনন্দে ভরে উঠতো।

বাবুল আক্তারের বৃদ্ধ চাচা আব্দুল গফুর জানান, ভাইয়েরা পৃথক হলেও গ্রামের বাড়িতে তারা বেড়াতে আসলে সবাই একান্নবর্তী পরিবারের মতো বসবাস করেন। বউমা মাহমুদা আক্তার মিতু ভাল মনের মানুষ ছিলেন বলেও চাচা শ্বশুর আব্দুল গফুর জানান।

এদিকে নিহত মাহমুদা আক্তার মিতুর খালাতো ভাই আমিরুল ইসলাম জানান, লাশ শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে দাফনের সিদ্ধান্ত হয়েছে।

ঢাকায় মিতুর বাবার বাসা থেকে ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে। চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানিয়েছেন, মরদেহ নিয়ে যাওয়া হবে ঝিনাইদহে। সেখানে বাবুল আক্তারের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদাকে দাফন করা হবে।

পাঠকের মতামত

তহবিল কমে যাওয়ায় নতুন সংকটের মুখে রোহিঙ্গা শরণার্থীরা: জাতিসংঘ

তহবিল কমে যাওয়ায় বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এখন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে গত মঙ্গলবার ...

পরিবার নিয়ে বান্দরবান যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো এসবি কর্মকর্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের কালভার্টে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের ...

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ নানা দাবি

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ...