প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
ি
মার্চে ইউরো-এশিয়া ফটোগ্রাফি উইথ মডেলস ওয়াকশপ হচ্ছে বাংলাদেশে। রবিবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইভেন্টটি ঘোষণা করে মাইক্রোসোর্স করপোরেশন।
সংস্থার ইভেন্ট ডিরেক্টর সাজ্জাদ রাহমান বলেন- এই প্রথম দেশে মডেল ফটোগ্রাফি নিয়ে আর্ন্তজাতিক মানের কোনো কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে- যেখানে উপকৃত হবেন যারা মডেল ফটোগ্রাফির সাথে যুক্ত হচ্ছেনতারা, পাশাপাশি মডেলরাও ক্যামেরার সামনে নিজেকে কিভাবে এক্সপোজ করবেন, সেটা শিখতে পারবেন।’
সংগঠনের সিইও সাইফ সুজন বলেন- এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্য মডেল ফটোগ্রাফার এতলিনা ফ্রিজ যিনি মডেল ফটোগ্রাফিতে ইউরোপের ১৭ টি এওয়ার্ড ঘরে এনেছেন। ওয়ার্কশপে যারা ভালো করবেন- তাদেরকে ইউরোপের আরও বেশ কিছু ওয়ার্কশপে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে হাঙ্গেরী থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন ফটোগ্রাফি প্রশিক্ষক ‘এতিলা ফিজ’ এবং মডেল ‘নিনা’। তারা জানান- একটি কমদামি সাধারণ ক্যামেরা দিয়েও কীভাবে ভালো মডেল ফটোগ্রাফি করা যায়, সেগুলো শেখা যাবে এই কর্মশালায়। কারিগরি দিক ছাড়াও লাইট, মেকাপ, কম্পোজিশন, এক্সপ্রেশন্স, কস্টিউম প্রভৃতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
আরও বক্তব্য রাখেন মাইক্রোসোর্স করপোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট একেএম জহির উদ্দিন এবং কোর্স কো অর্ডিনেটর মুন মেহের। এছাড়া সংবাদ সম্মেলনে ইউরো-এশিয়া ফটোগ্রাফি উইথ মডেলস ওয়াকশপের রেডিও স্পন্সর জাগো এফ এম, কো স্পন্সর ম্যাক্স পাওয়ার ও মা পানি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালাটি আগামি ২৯-৩১ মার্চ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এবং সেখানে হাঙ্গেরী, ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর এর প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অংশ নিবেন।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...