প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
ি
মার্চে ইউরো-এশিয়া ফটোগ্রাফি উইথ মডেলস ওয়াকশপ হচ্ছে বাংলাদেশে। রবিবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইভেন্টটি ঘোষণা করে মাইক্রোসোর্স করপোরেশন।
সংস্থার ইভেন্ট ডিরেক্টর সাজ্জাদ রাহমান বলেন- এই প্রথম দেশে মডেল ফটোগ্রাফি নিয়ে আর্ন্তজাতিক মানের কোনো কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে- যেখানে উপকৃত হবেন যারা মডেল ফটোগ্রাফির সাথে যুক্ত হচ্ছেনতারা, পাশাপাশি মডেলরাও ক্যামেরার সামনে নিজেকে কিভাবে এক্সপোজ করবেন, সেটা শিখতে পারবেন।’
সংগঠনের সিইও সাইফ সুজন বলেন- এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্য মডেল ফটোগ্রাফার এতলিনা ফ্রিজ যিনি মডেল ফটোগ্রাফিতে ইউরোপের ১৭ টি এওয়ার্ড ঘরে এনেছেন। ওয়ার্কশপে যারা ভালো করবেন- তাদেরকে ইউরোপের আরও বেশ কিছু ওয়ার্কশপে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে হাঙ্গেরী থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন ফটোগ্রাফি প্রশিক্ষক ‘এতিলা ফিজ’ এবং মডেল ‘নিনা’। তারা জানান- একটি কমদামি সাধারণ ক্যামেরা দিয়েও কীভাবে ভালো মডেল ফটোগ্রাফি করা যায়, সেগুলো শেখা যাবে এই কর্মশালায়। কারিগরি দিক ছাড়াও লাইট, মেকাপ, কম্পোজিশন, এক্সপ্রেশন্স, কস্টিউম প্রভৃতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
আরও বক্তব্য রাখেন মাইক্রোসোর্স করপোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট একেএম জহির উদ্দিন এবং কোর্স কো অর্ডিনেটর মুন মেহের। এছাড়া সংবাদ সম্মেলনে ইউরো-এশিয়া ফটোগ্রাফি উইথ মডেলস ওয়াকশপের রেডিও স্পন্সর জাগো এফ এম, কো স্পন্সর ম্যাক্স পাওয়ার ও মা পানি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালাটি আগামি ২৯-৩১ মার্চ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এবং সেখানে হাঙ্গেরী, ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর এর প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অংশ নিবেন।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...