প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
ি
মার্চে ইউরো-এশিয়া ফটোগ্রাফি উইথ মডেলস ওয়াকশপ হচ্ছে বাংলাদেশে। রবিবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইভেন্টটি ঘোষণা করে মাইক্রোসোর্স করপোরেশন।
সংস্থার ইভেন্ট ডিরেক্টর সাজ্জাদ রাহমান বলেন- এই প্রথম দেশে মডেল ফটোগ্রাফি নিয়ে আর্ন্তজাতিক মানের কোনো কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে- যেখানে উপকৃত হবেন যারা মডেল ফটোগ্রাফির সাথে যুক্ত হচ্ছেনতারা, পাশাপাশি মডেলরাও ক্যামেরার সামনে নিজেকে কিভাবে এক্সপোজ করবেন, সেটা শিখতে পারবেন।’
সংগঠনের সিইও সাইফ সুজন বলেন- এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্য মডেল ফটোগ্রাফার এতলিনা ফ্রিজ যিনি মডেল ফটোগ্রাফিতে ইউরোপের ১৭ টি এওয়ার্ড ঘরে এনেছেন। ওয়ার্কশপে যারা ভালো করবেন- তাদেরকে ইউরোপের আরও বেশ কিছু ওয়ার্কশপে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে হাঙ্গেরী থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন ফটোগ্রাফি প্রশিক্ষক ‘এতিলা ফিজ’ এবং মডেল ‘নিনা’। তারা জানান- একটি কমদামি সাধারণ ক্যামেরা দিয়েও কীভাবে ভালো মডেল ফটোগ্রাফি করা যায়, সেগুলো শেখা যাবে এই কর্মশালায়। কারিগরি দিক ছাড়াও লাইট, মেকাপ, কম্পোজিশন, এক্সপ্রেশন্স, কস্টিউম প্রভৃতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
আরও বক্তব্য রাখেন মাইক্রোসোর্স করপোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট একেএম জহির উদ্দিন এবং কোর্স কো অর্ডিনেটর মুন মেহের। এছাড়া সংবাদ সম্মেলনে ইউরো-এশিয়া ফটোগ্রাফি উইথ মডেলস ওয়াকশপের রেডিও স্পন্সর জাগো এফ এম, কো স্পন্সর ম্যাক্স পাওয়ার ও মা পানি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালাটি আগামি ২৯-৩১ মার্চ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এবং সেখানে হাঙ্গেরী, ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর এর প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অংশ নিবেন।

পাঠকের মতামত

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...