প্রকাশিত: ২৯/১২/২০১৬ ৯:৩৮ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
২০১৬সনে “মানবাধিকার শান্তি পদক” পেলেন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদরাসার সুদক্ষ প্রিন্সিপ্যাল মাওলানা মো: কামাল হোছাইন। জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস বিশ^ মানবাধিকার ফাউন্ডেশন জেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁকে উক্ত পদকে ভুষিত করেন। ১০ডিসেম্বর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে পদক প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক প্রধান বিচারপতি এম. তাফাজ্জল ইসলাম, পাবর্ত্য ভুমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো: মমতাজ উদ্দিন, ভাষা সৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলহাজ¦ মো: রোকন-উ-দৌলা। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান এ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড: মোহাম্মদ শাহজাহান। উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা মো: কামাল হোছাইন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সম্মানিত সদস্য। এছাড়া তিনি দীর্ঘ বছর ধরে দক্ষতার সহিত বাংলাদেশ জমিয়াতুল মোদার্রচ্ছীন কক্সবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ কামাল জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনায় জড়িত। এদিকে সুদক্ষ অধ্যক্ষ মাওলানা মো: কামাল হোছাইন মানবাধিকার শান্তি পদক লাভ করায় রঙ্গিখালী মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক, ছাত্র/ছাত্রী এবং সর্বস্তরের এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।#

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...