ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১২/২০২৪ ৭:২০ এএম

ইয়াবা নিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়ে জেল কাটা তাজ উদ্দিন চৌধুরী আবারও সদর্পে রাজনীতিতে ফিরতে চাইছেন। জাতীয়তাবাদী যুবদল থেকে বহিস্কৃত এই নেতা দেশের পট পরিবর্তনের পর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি হিসেবে ফিরছেন বলে অভিযোগ উঠেছে।

তবে তার এই তৎপরতায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা কাটালিয়া এলাকার তাজ উদ্দিন চৌধুরী (৩২) র‌্যাব ও পুলিশের হাতে দুই দফা নিষিদ্ধ ইয়াবাসহ ধরা পড়েছেন। পরে তিনি ওই দুই মামলায় দীর্ঘদিন জেল কেটে জামিন পেয়ে ফিরে আসেন।

দলীয় সূত্র জানিয়েছে, ইয়াবাসহ বারবার গ্রেপ্তারের ঘটনায় ২০২১ সালের ৮ আগস্ট উখিয়া উপজেলা যুবদল তাজ উদ্দিন চৌধুরীকে অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে।

এই দিকে যুবদলের একাধিক সূত্র দাবি করছেন, তাজ উদ্দিন চৌধুরী হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে ফিরে আসার জন্য নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন।

তবে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার জানিয়েছেন, যুবদলের কোন কমিটিতে কোন মাদক ব্যবসায়ীকে পদে থাকার সুযোগ দেয়া হবে না। এই ধরণের কোন কমিটি হলে তা অনুমোদন করা হবে না।

তিনি বলেন, আমি নিজেই তাজ উদ্দিন চৌধুরীকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছিলাম। তাকে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কোন মাদক ব্যবসায়ী যুবদল কমিটিতে নেতৃত্বে আসার বিষয়টি এখনো আমার জানা নেই। তবে কোন মাদক ব্যবসায়ীকে সভাপতি কিংবা পদে রেখে কমিটি দেয়া হলে তা কোনভাবেই অনুমোদন দেয়া হবে না।
তিনি জানান, তাজ উদ্দিন চৌধুরী নামের কোন মাদক ব্যবসায়ী হলদিয়াপালং যুবদলের কমিটিতে আসছেন এমন তথ্য তার জানা নেই।

এই ব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

টিটিএন এর সৌজন্যে

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...