ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১১/২০২২ ১০:০৮ এএম

প্রসব বেদনায় কাতর হয়ে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে এক নারী সন্তান প্রসব করেছেন। সেখানে কর্মরত সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, একজন নারী মসজিদে নববীর আঙ্গিনায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ওই নারীর পানি ভেঙ্গ যায় এবং শিশুটির মাথা বেরিয়ে আসে।

ডা. আল-জাহরানি বলেন, আল-হারাম প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে সংযুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল ওই নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছিল।

তিনি জানান, সেখানে উপস্থিত একজন চিকিৎসক সহায়তা করেন। এরপর মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ‘বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে’ স্থানান্তর করা হয়।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...