ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১১/২০২২ ১০:০৮ এএম

প্রসব বেদনায় কাতর হয়ে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে এক নারী সন্তান প্রসব করেছেন। সেখানে কর্মরত সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, একজন নারী মসজিদে নববীর আঙ্গিনায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ওই নারীর পানি ভেঙ্গ যায় এবং শিশুটির মাথা বেরিয়ে আসে।

ডা. আল-জাহরানি বলেন, আল-হারাম প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে সংযুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল ওই নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছিল।

তিনি জানান, সেখানে উপস্থিত একজন চিকিৎসক সহায়তা করেন। এরপর মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ‘বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে’ স্থানান্তর করা হয়।

পাঠকের মতামত

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তাঁরা চাইলে আবার ...

মিয়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টিপিএস) বাতিলের ...

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...