ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১০/২০২৩ ৬:১০ পিএম

এখন থেকে ভিসা ছাড়াই ওমরাহ হ্বজ পালন করা যাবে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি আরও বলেন, সৌদি জাতীয় মালিকানাধীন বিমানে গেলে ওমরাহ যাত্রীদের অনঅ্যারাইভাল প্রবেশের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, আগামী বছরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন।

প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ঐ সফরে দুদেশের মধ্যকার সব সমস্যার সমাধান দূর হয়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

অভিবাসী কর্মীদের ভিসা ফি নেওয়া হয়না জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন,স্মার্ট কার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে।

পাঠকের মতামত

এবার ইউএনওদেরও বদলি চাইল ইসি

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চেয়েছে ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ রাষ্ট্রদূত

পুরো বিশ্ব বাংলাদেশে একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় ...