
বিডি নিউজ:;
রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষাপটে বেনাপোল সীমান্তে এক বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে ‘জোর করে’ বক্তব্য নিয়ে ভিডিও করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে বেনাপোল থানার এসআই শরীফ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আটকরা হলেন- রিয়াজুল ইসলাম মণ্ডল, আমিন হোসেন ও তৌফিক আহমেদ।
হাবিবুর রহমান বলেন, ওই বৌদ্ধ ভিক্ষু ভারত থেকে দেশে ফেরার পর মঙ্গলবার তাকে আটকান ওই যুবকরা।
ওই ভিক্ষু চিকিৎসার জন্য গত মার্চে ভারত গিয়েছিলেন, মঙ্গলবার বেনাপোল দিয়ে ফিরছিলেন তিনি।
এসআই হাবিব বলেন, “এপারে আসার পর একটি দোকানে গেলে হঠাৎ কয়েকজন যুবক তাকে জোর করে একটি গাড়িতে তুলে ফেলে এবং তাদের শিখিয়ে দেওয়া কয়েকটি কথা বলতে বাধ্য করে। ওই বক্তব্য তারা ভিডিও করে।”
বৃহস্পতিবার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ওই ভিক্ষুকে রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ী উগ্রবাদী বৌদ্ধ ও অং সান সু চির বিরুদ্ধে বক্তব্য দিতে শোনা যায়।
ওই ভিক্ষুর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এ ঘটনার পর তিনি আবার ভারতে ফিরে যান বলে জানান এসআই শরীফ।
তিনি বলেন, ঘটনাটি জানাজানির পর বেনাপোল থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। যাদের আইডি থেকে এই ভিডিও ছড়ানো হয়েছে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
পাঠকের মতামত