প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ৮:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৩ পিএম

বিডি নিউজ:;
রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষাপটে বেনাপোল সীমান্তে এক বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে ‘জোর করে’ বক্তব্য নিয়ে ভিডিও করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে বেনাপোল থানার এসআই শরীফ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আটকরা হলেন- রিয়াজুল ইসলাম মণ্ডল, আমিন হোসেন ও তৌফিক আহমেদ।

হাবিবুর রহমান বলেন, ওই বৌদ্ধ ভিক্ষু ভারত থেকে দেশে ফেরার পর মঙ্গলবার তাকে আটকান ওই যুবকরা।

ওই ভিক্ষু চিকিৎসার জন্য গত মার্চে ভারত গিয়েছিলেন, মঙ্গলবার বেনাপোল দিয়ে ফিরছিলেন তিনি।

এসআই হাবিব বলেন, “এপারে আসার পর একটি দোকানে গেলে হঠাৎ কয়েকজন যুবক তাকে জোর করে একটি গাড়িতে তুলে ফেলে এবং তাদের শিখিয়ে দেওয়া কয়েকটি কথা বলতে বাধ্য করে। ওই বক্তব্য তারা ভিডিও করে।”

বৃহস্পতিবার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ওই ভিক্ষুকে রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ী উগ্রবাদী বৌদ্ধ ও অং সান সু চির বিরুদ্ধে বক্তব্য দিতে শোনা যায়।

ওই ভিক্ষুর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এ ঘটনার পর তিনি আবার ভারতে ফিরে যান বলে জানান এসআই শরীফ।

তিনি বলেন, ঘটনাটি জানাজানির পর বেনাপোল থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। যাদের আইডি থেকে এই ভিডিও ছড়ানো হয়েছে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

পাঠকের মতামত

বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুত্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ...

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদ মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ...

৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ...

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...