উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১২/২০২৪ ৮:১৮ এএম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রিয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান বক্তব্যে বলেন, এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে সন্ত্রাস, চাঁদাবাজ, কলঙ্কমুক্ত, কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয় নাই। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান ও জেলার উপদেষ্টা জাহিদুল ইসলাম।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ সভাপতি সাইদুল আলম, শহিদুল মোস্তাফা চৌধুরী, আমিনুল ইসলাম হাসান, শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, পরিবহন শ্রমিক নেতা মো. শাহজাহান, মো. শাহজাহান ও জসিম উদ্দিন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী স্বতস্ফূর্তভাবে অংশ নেন

পাঠকের মতামত

উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ, সেই যুবদল নেতা বহিষ্কার

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে ...

হেলালী-মাহবুব-জাফর প্যানেলের পূর্ণ বিজয় উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বহুল প্রতিক্ষীত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র দ্বি-বার্ষিক নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। এতে ...

দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন ...

মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার করল বিজিবি

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বর্ডার গার্ড ...

উখিয়া -টেকনাফ উপজেলা নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনে ...