প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১:৪২ এএম

নিউজ ডেস্ক::

 বিমানবনন্দরে লাঞ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুমিনুল হক। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারবাহিনীর সদস্যরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তার।

পাঁজরের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে আসেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। চিকিৎসার জন্য ঢাকাতেই অবস্থান করছিলেন তিনি। শুক্রবার নিজের বাড়ি কক্সবাজার যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানেই আনসার সদস্যদের দুর্ব্যবহারের শিকার হন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই অভিযোগ করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’

এই ঘটনায় মুমিনুল এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৭ রান করেছেন। প্রথম ইনিংসে ৬৪, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৩ রান।

পাঠকের মতামত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো ...