প্রকাশিত: ২৮/১২/২০১৬ ২:৪৬ পিএম , আপডেট: ২৮/১২/২০১৬ ৩:৪২ পিএম

শহিদুল ইসলাম উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় জেলা পরিষদ নির্বাচন ১৪ নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তবে প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের উৎসাহের কোন কমতি ছিল না। পোষ্টার, পেস্টুন, প্লাকার্ডে সয়লাব হয়ে যায়। উখিয়া উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধিরা ভোট দেন। ভোটার ছিল ৮১ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৭৭ টি। বাকী ১ জন অকাল মৃত্যু, অপর ১ ইউপি সদস্য ইয়াবার মামলা জেল হাজতে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভোট দিতে যাননি। দুপুর আড়াইার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার। চেয়ারম্যান পদে খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী (আনারস প্রতীক ৭০ ভোট পেয়েছেন) বাকী ৭ ভোট পেয়েছেন এইচএম সালাহ উদ্দিন মাহমুদ (মটর সাইকেল)। ১৪ নং ওয়ার্ডে ৭৭ ভোটে জয়লাভ করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উখিয়ার শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী (তালা)। তার প্রতিদন্ধী প্রার্থী এডভোকেট খাইরুল আমিন (টিউবওয়েল প্রতীকে) কোন ভোট পায়নি। তবে মঙ্গলবার রাতে বিভিন্ন গণমাধ্যমকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছিল এডভোকেট খাইরুল আমিন। ফলাফল ঘোষনার পর পরই উখিয়ার আওয়ামীলীগ ও সহযোগীতা সংগঠনের নেতাকর্মী নিয়ে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বে এক আনন্দ মিছিল উখিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একরাম মার্কেট চত্ত্বরে গিয়ে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...