বাইক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন (২৭) ...

রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসুচির সর্বোচ্চ নীতিনির্ধারক এবং ব্যবস্থাপনার প্লাটফর্ম স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ (এসইজি) এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন স্থানীয় এনজিও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
জাতিসংঘের মাধ্যমে গঠিত হয়েছে এসইজি। এতে হিসেবে কো-চেয়ার হিসেবে কাজ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্স কোর্ডিনেটর, ইউএনএইচসিআর এর কান্ট্রি ডিরেক্টর এবং আইওএম এর কান্ট্রি ডিরেক্টর।
উল্লেখ্য, স্থানীয় এনজিওগুলো এর আগেও কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিলেন। গত চার বছর ধরে তিনি দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসইজির সদস্য নির্বাচিত করায় স্থানীয় এনজিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেজাউল করিম চৌধুরী।
পাঠকের মতামত