উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/১২/২০২২ ১০:০৩ এএম

রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসুচির সর্বোচ্চ নীতিনির্ধারক এবং ব্যবস্থাপনার প্লাটফর্ম স্ট্র‍্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ (এসইজি) এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন স্থানীয় এনজিও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
জাতিসংঘের মাধ্যমে গঠিত হয়েছে এসইজি। এতে হিসেবে কো-চেয়ার হিসেবে কাজ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্স কোর্ডিনেটর, ইউএনএইচসিআর এর কান্ট্রি ডিরেক্টর এবং আইওএম এর কান্ট্রি ডিরেক্টর।
উল্লেখ্য, স্থানীয় এনজিওগুলো এর আগেও কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিলেন। গত চার বছর ধরে তিনি দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসইজির সদস্য নির্বাচিত করায় স্থানীয় এনজিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেজাউল করিম চৌধুরী।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...