
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আল আমিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে আটকে রাখা অবস্থায় নয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এক মাস আগে তিনি নেত্রকোনা থেকে অজগর সাপটি নিয়ে আসেন বলে জানা গেছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ পেয়ে আল আমিনের বাড়ি থেকে আটক অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি দি বার্ড সেফটি হাউজ সংগঠনের হেফাজতে নিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মামুন বিশ্বাস।
এ বিষয়ে আল আমিন বলেন, গত এক মাস আগে আমি নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি। একমাস ধরে আমার কাছেই ছিল অজগর সাপটি। আমি বন্যপ্রাণী আইন জানি না। আগামীতে এই ধরনের কাজ আর করব না।
পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, আল আমিনের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত