প্রকাশিত: ২১/০৮/২০১৬ ৭:৫০ পিএম , আপডেট: ২১/০৮/২০১৬ ৭:৫১ পিএম

Botto [Max Width 320 Max Height 240]প্রেস নিউজ ::
উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে সভাপতি পদের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গত ২১ আগষ্ট সম্পন্ন হয়েছে। বিকাল সাড়ে ৩ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে সভাপতি পদের নির্বাচনে, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাহাব উদ্দিন, তাহাকে সহযোগীতা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন। সভাপতি পদে ফজল কাদের চৌধুরী ভুট্টো ও জাহাঙ্গীর কবির চৌধুরী প্রতিদন্ধিতা করেন। বিভিন্ন ক্যাটাগরির ৯ সদস্যের মধ্যে ৮ জন গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ফজল কাদের চৌধুরী ভুট্টো সর্বোচ্চ ৬ ভোট পেয়ে ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী জাহাঙ্গীর কবির চৌধুরী পান ১ ভোট এবং ১ ভোট বাতিল বলে গণ্য হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি রহমত উল্লাহ ফকির, নুরুল আমিন ভুট্টো, হেলাল উদ্দিন আহমদ, মনোয়ারা বেগম (মহিলা সদস্য), শিক্ষক প্রতিনিধি অমল ভট্টচার্য্য, মাওঃ হোছাইন আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল আলম বাঘা, জহিরুল ইসলাম, সাবেক মেম্বার মোহাম্মদ আয়ুব, যুব নেতা জাফর ইকবাল, মীর কাশেম মিরু, শ.ম গফুর, শিক্ষক ছৈয়দ আলম দিপ্তি, জসিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ১৪ আগষ্ট অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভুট্টো ২২৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। ইতিপূর্বে ফজল কাদের চৌধুরী ভুট্টো উখিয়া উচ্চ বিদ্যালয়, পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক, পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান- ১ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। বর্তমানে জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বালুখালী শিশু বান্ধব কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, পান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, বালুখালী আইডিয়াল কেজি স্কুলের সভাপতি, উখিয়ার ঘাট আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য সহ বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ভোট পেয়ে চতুর্থ বারের মত সভাপতি নির্বাচিত হন। এছাড়াও সে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথের জড়িত থেকে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

রামুতে ব্যবসায়ি রাশেদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কক্সবাজারের রামুতে ব্যবসায়ি নুরুল আলম ছিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির ...

রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর ...