প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ৮:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ পিএম

নিউজ ডেস্ক : প্রেমের টানে রাজকীয় মর্যাদা ছাড়লেন জাপানের রাজকন্যা মাকো। রাজপরিবারের বাইরের একজনকে প্রেম করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ায় নিয়ম অনুযায়ী রাজকীয় মর্যাদা ছেড়েছেন তিনি। মাকো বর্তমান সম্রাট আকিহিতোর নাতনি। ২৫ বছর বয়সী জাপানি রাজকন্যা মাকো বিয়ে করছেন তার সহপাঠী কেই কোমুরোকে। তিনি টোকিওর একটি আইনি পরামর্শক কেন্দ্রে চাকরি করেন। ভূমিকা রাখছেন দেশটির পর্যটন খাতের বিকাশে। ২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় দুজনের পরিচয় ও বন্ধুত্বের শুরু। এরপর ধীরে ধীরে প্রেমের পথে গড়ায় তাদের বন্ধুত্ব। এখন এ সম্পর্ককে স্থায়ী রূপ দিতে চলেছেন মাকো-কোমুরো। বিয়ে করতে চান তারা। এজন্য শীঘ্রই বাগদান সেরে ফেলার পরিকল্পনা করেছেন। তারিখও চূড়ান্ত হয়েছে। কিন্তু এ সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় রাজপরিবার ও রাজকীয় রীতি। জাপানের রাজতন্ত্রের নিয়ম হল, রাজপরিবারে কোনো সদস্য সাধারণ পরিবারে বিয়ে করলে তাকে রাজ মর্যাদা ছাড়তে হয়। মাকোও এ নিয়ম জানতেন। তাই তিনি প্রেমের সম্পর্কের স্বার্থে ছেড়ে দিয়েছেন রাজ মর্যাদা। ছেড়েছেন রাজপরিবার ও প্রাসাদ। আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সম্রাট ও সম্রাজ্ঞীকে। এখন থেকে সম্রাটের নাতনি সাধারণ মেয়ের মর্যাদা পাবেন। তবে প্রেমের প্রাসাদ ছাড়ার ঘটনা জাপানের রাজপরিবারে এবারই প্রথম নয়। এর আগে ২০০৫ সালে মাকোর খালা প্রিন্সেস সায়াকো সাধারণ পরিবারের একজন নগর পরিকল্পনাবিদকে প্রেম করে বিয়ে করেন। সেসময় তিনিও রাজপরিবার ছেড়েছিলেন। বিবিসি,সিএনএন। –

পাঠকের মতামত

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ...