ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১১/২০২৪ ৪:০৮ পিএম

চট্টগ্রাম নগরের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬) নামে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোক্তার ও মো. রুবেল নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে দেখা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে সড়কবাতির পাশে আটকে আছে একজন। অন্যজনের নিথর দেহ পড়ে রয়েছে কয়েক হাত দূরে৷ তার ১০ থেকে ১২ হাত দূরে তাদের বাইকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহী ছিটকে পড়ে। এতে দু’জনই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজনের মরদেহ রাস্তায় ছিটকে পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে- জানান পুলিশের এই কর্মকতা।

পাঠকের মতামত

৪০০ পিস ই’য়া’বাসহ আ’ট’ক বৈষ’ম্যবিরোধী ছাত্র আ’ন্দোলনের ৩ নেতা

টাঙ্গাইলের ঘাটাইলে ৪০০ পিস ই’য়া’বাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধিকে আ’ট’ক করেছে ডিবি পুলিশ। ...

রোহিঙ্গা ক্যাম্প ডেঙ্গুর ‘হটস্পট’, মৃত্যু কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। শীত মৌসুমেও এই দুই উপজেলার ...