প্রকাশিত: ২৮/১১/২০২১ ৩:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী বাবার ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন পারভেজ আহমেদ (২০) নামে এক তরুণ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করে। পরে পারভেজকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পারভেজ প্রবাসে থাকা তার বাবা নুরুল ইসলামের ভোট দিতে আসেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...