‘রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা’
রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী বাবার ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন পারভেজ আহমেদ (২০) নামে এক তরুণ।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করে। পরে পারভেজকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পারভেজ প্রবাসে থাকা তার বাবা নুরুল ইসলামের ভোট দিতে আসেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
পাঠকের মতামত