প্রকাশিত: ১৫/০৪/২০২০ ১:১৬ পিএম

সোয়েব সাঈদ::
আজ বুধবার সকালে রামুর কাউয়ারখোপ ইউনয়নের যোগাযোগ বিচ্ছিন্ন জনপদ মনিরঝলে এক প্রতিবন্ধী কৃষকের বিক্রয় করতে আনা ৩৭ কেজি শশা ন্যায্যমূল্যে কিনে নেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিবন্ধী কৃষকের দূর্ভোগ লাঘব করতে তিনি শশাগুলো কিনে নিয়েছেন। এসব শশা তিনি কর্মহীন ও হতদরিদ্র জনসাধারণকে উপহার হিসেবে দেবেন।

সুবিধাবঞ্চিত কৃষকের জন্য ইউএনও’র এ মহানুভবতার প্রশংসা করেছেন ও-ই এলাকার বাসিন্দারা।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানিয়েছেন, ইউএনও প্রণয় চাকমা সকালে ঢাকা থেকে আসা আবদুল কাদের এক যুবককের বাড়ি লকডাউন করার জন্য আসেন।
ফেরার সময় পথিমধ্যে তিনি প্রতিবন্ধী এ কৃষকের শশা কিনে নেন। ইউএনও এ এলাকার অন্যান্য কৃষকদের কাছ থেকে এভাবে সবজি ক্রয় করার আশ্বাস দেন।

এসময় উপ সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু থানার এএসআই রাজিব বড়ুয়া, এনএসআই প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...