প্রকাশিত: ১১/০৪/২০২০ ১২:৪৫ পিএম , আপডেট: ১১/০৪/২০২০ ১:১৬ পিএম

গতকাল শুক্রবার কক্সবাজার থেকে প্রকাশিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ‘উখিয়ায় ইয়াবা আটকের নামে লুটপাট: সর্বত্রে তোলপাড়’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করছি আমি নিম্ন স্বাক্ষরকারী।
আমি আব্দুল হক দফাদার বুধবার রাতে আমি ডিগলিয়া পালং মাদ্রাসার পাশে একটি একটি দোকানের সামনে বসে আছি হঠাৎ থানা থেকে আমার মোবাইলে একটি ফোন আসে দেখি একজন সিনিয়র পুলিশ অফিসারের ফোন আসে আমাকে বলে তোমার পুর্ব এলাকা ডেইল পাড়া থেকে একটি টমটম নিয়ে কিছু মাদক আসতেছে তুমি তাড়াতাড়ি ঐ রাস্তায় দাঁড়াও আমরা এখন আসতেছি তুমি গাড়িটি দাঁড় করাও’ তখন আমি তাড়া হুড়া করে কয়েক জন গন্যমান্য ব্যক্তি নিয়ে গাড়িটা দাঁড় করিয়ে বলি তোমার গাড়িটি পুলিশ আমাকে দাঁড় করাতে বলেন একটু দাড়াঁন “তখন ১ মিনিটের মধ্যে উখিয়া থানার সাব ইন্সপেক্টর ছিম্পু বড়ুয়ার নেতৃত্বে একটি পুলিশের টিম পৌঁছাতে দেখে একটি সাদা প্যাকেট রাস্তা পাশে পেলে টমটম টি জোরে চালিয়ে তারা পালিয়ে যায়। ” পুলিশ প্যাকেট হাতে নিয়ে গাড়িটা দৌঁড় করায়পরে ঘঠনাস্থলে রাতে পুলিশ এসে ঘটনা তদন্ত করেন।

আমি কি করব?

পুলিশ ডাকলে যেতে হয় কারন এলাকার দফাদার আমি না যাওয়ার সুযোগ ও নাই” পরে মাদক ব্যবসায়িক হুমকির মুখে ও পড়তে হয়”

দফাদার হিসেবে বিভিন্নভাবে এলাকার জনগনকে আমি সেবা দিয়ে যাচ্ছি। এলাকার একটি মাদক কারবারি সিন্ডিকেট আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করা হয়েছে বলে আমার বিশ্বাস। আমি শপথ করে বলছি আমি অনিয়মের সাথে জড়িত নই। তাই এহেল মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
আব্দুল হক
দফাদার
রাজাপালং ইউনিয়ন পরিষদ

পাঠকের মতামত

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...