প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৮:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পুড়ে যাওয়া পূর্বরত্না মৈত্রী বৌদ্ধ বিহার পরিদর্শনে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। ২৯ জানুয়ারী (রবিবার) বিকাল ৩টায় পরিদর্শনকালে তিনি আগুনের সুত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিভিন্ন বিষয়ে কথা বলেন বিহারাধ্যক্ষ জ্যোতি মিত্র ভিক্ষু সহ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক হেমন্দ্রলাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক সুবদন বড়ুয়ার সাথে।সরেজমিনে জানা যায়, ২৮ জানুয়ারী সন্ধ্যায় বিহারাধ্যক্ষ জ্যোতি মিত্র একই গ্রামে পরিত্রাণ সুত্রপাঠ করতে গেলে ৮টার দিকে অসতর্কতা বশত: মোম থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছেন ওই সময় বিহারে অবস্থানরত সুমেধ শ্রামণ (১২)। অগ্নিকান্ডের ঘটনা পার্শ্ববর্তী বাড়ির লোকজনকে বলতে যাওযার পথিমধ্যে পথচারী যুবক আনঞ্চ য়া, রণতোষ বড়ুযা, জুম্মা বড়ুযা, প্রথম দেখেন বলে জানা গেছে। পুড়ে যাওয়া বিহারে থাকা ছোট-বড় প্রায় ১০০টি বুদ্ধমুর্তি, ভিক্ষুর দানীয় নগদ টাকা, আসবাবপত্র, ২টি ল্যাপটপ, আসবাবপত্র সহ আচার-অনুষ্ঠানের ৩০০ মানুষের প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সুবদন বড়ুয়া।পরিদর্শনকালে এমপি বদি বলেন, পুড়ে যাওয়া পূর্বরত্না মৈত্রী বৌদ্ধ বিহারটি পুন: নির্মাণের জন্য জাতীয় সংসদ অধিবেশনে তুলে ধরবেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ সময় তিনি ভিক্ষুর পোষাক পরিচ্ছদের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন এবং উপজেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ সাধারণ জনগণের সার্বক্ষণিক সহযোগিতার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন। এমপি বদি’র উদ্দেশ্যে বিহার পরিচালনা কমিটির যুগ্ন সম্পাদক পলাশ বড়ুয়া বলেন যে, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ইতিপূর্বেও কোটবাজারে আগুন লেগে বাকপ্রতিবন্ধী এক মহিলার মৃত্যু সহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উখিয়ায় ফায়ার সার্ভিস চালু’র প্রয়োজনীতার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার কক্সবাজার সদর, সৌমিত্র চাকমা, উখিয়া থানার ওসি (তদন্ত) মো: কায়কিস্লু, বাংলাদেশ ভিক্ষু সমিতি উখিয়া শাখার কার্যকরি সভাপতি এস. ধর্মপাল মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, কক্সবাজার জেলা সভাপতি রবিন্দ্র বিজয় বড়ুয়া, কক্সনিউজ২৪ সম্পাদক দুলাল বড়ুয়া, রত্নাপালং ইউ.পি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, আ’লীগ নেতা নুরুল হুদা, উপজেলা যুবলীগ সম্পাদক ঈমাম হোসেন, মধু সুদন বড়ুয়া মেম্বার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখাকালীন বিকাল সাড়ে ৫টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির একটি তালিকা করা হয়েছে তবে তা এখনো আমার হাতে আসেনি।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...