প্রকাশিত: ১৯/১১/২০২১ ৮:৪০ এএম

আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং তদন্ত কর্মকর্তা সন্তুষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে বদলি কার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে ‍সিটিজি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পিবিআই তদন্ত কর্মকর্তা সন্তুষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, পিবিআই কর্মকর্তার উপর অনাস্থা জানিয়ে আবেদন করেছিলো বাবুল আক্তার। তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অধিকতর তদন্তের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দিতে দাবি করেন তিনি।

গত রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এই আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি জানান, পিবিআইয়ের বদলে মামলাটি সিআইডি বা র‌্যাব বা অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য আবেদন করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে চুরির অপবাদে নির্যাতন

কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে কলেজছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রায়হান (১৯) কক্সবাজার সিটি ...