প্রকাশিত: ২৪/১০/২০১৬ ৯:২২ পিএম , আপডেট: ২৪/১০/২০১৬ ৯:২৩ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নে ২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঈদগাঁও ইউনিয়নের কিয়দংশসহ জালালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী ও ভারুয়াখালী ইউনিয়নে রবি ও সোমবার ২ দিন যাবৎ বিদ্যুৎ বন্ধ থাকায় এখন ভুতড়ে অবস্হা বিরাজ করছে। এর মধ্যে কেবলমাত্র সোমবার ভোররাতে একঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ ছিল বলে জানা গেছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজিরবিহীন উদাসীনতা ও খামখেয়ালীপনার ফলে অন্ধকারে ডুবে রয়েছে বিশাল উপরোক্ত এলাকা। এতে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গ্রাহক এরশাদ বলেন,  কোনপ্রকার পূর্ব ঘোষনা ছাড়াই রবিবার সকাল থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। সারাদিন এ অবস্হায় থাকার পর রাতে মিসকল দেয়ার মত কয়েকবার বিদ্যুৎ আসলেও পরে চলে যায়। এরপর সোমবার ভোররাতে একঘন্টা বিদ্যুৎ সরবরাহ দেয়ার পর আবারো লাইন বন্ধ করে দেয়া হয়। এভাবে গত ২ দিন ধরে উপরোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ার গৃহিনী জান্নাতুন নাঈম বলেন, বিদ্যুৎ না থাকার সুযোগে রবিবার রাতে বসতভিটার সুপারী বাগান থেকে সুপারী চুরি করে নিয়ে যায় চোরেরা।  সোমবার সারাদিনও উপরোক্ত ৫ ইউনিয়নে বিদ্যুৎ ছিলনা। এ ব্যাপারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফায়সাল আহমেদ  বলেন, লাইনে রক্ষনাবেক্ষন কাজ চলছে। এজন্য মাইকিং করা হয়েছে বলে দাবী করে তিনি বলেন, বিকাল ৪ টায় বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক হবে। কিন্তু সোমবার বিকাল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত যথারীতি বিদ্যুৎ আসেনি বলে জানিয়েছেন জালালাবাদ পূর্ব ফরাজী পাড়ার গ্রাহক শাকের উল্লাহ।

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...