প্রকাশিত: ১৩/০৮/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
ইয়াবার আরো উন্নত পরমানন্দ দায়ক সংস্করন নিয়ে বাজারে মিয়ানমার যুক্ত করেছে “৯৯৯” ব্র্যান্ডের ইকেস্টসি পিল বা পরমানন্দ বড়ি। বাংলাদেশ সীমান্তে হয়ত এটি পৌঁছেনি। তবে মিয়ানমার থেকে “গোল্ডেন ট্রায়াঙ্গল” হয়ে পাচারকালে মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে ৬লক্ষাধিক এ নতুন নেশার ট্যাবলেট। একই অভিযানে ২শ কোটি পিচ ইয়াবা, ৯ কেজি হেরোইন ও ৫ বস্তা ক্যাফেইন সহ আটক হয়েছে চার জন পাচারকারী।
এএফপির খবরে জানা যায়, গত মঙ্গলবার মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনী “গোল্ডেন ট্রায়াঙ্গলের” খ্যাত মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্তের থ্যমিলিক শহরে এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। চারটি বাড়ি থেকে অভিযানে নতুন নেশা ৯৯৯ ব্র্যান্ডের ট্যাবলেট সহ বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করে। মিয়ানমারের ড্রাগস ল্যাবটরি গুলোতে মাদক সেবীদের চাহিদার নিরিখে আরো কথিত পরমানন্দ দায়ক নতুন ৯৯৯ ব্র্যান্ডের এ মাদক বড়ি তৈরী করা হচ্ছে বলে জানা গেছে। মিয়ানমার বাজারে এ ব্র্যান্ডের প্রতিটি ট্যাবলেট ২-৫ মার্কিন ডলার হারে পাইকারি বিক্রি করা হচ্ছে বলে খবরে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে উল্লেখযোগ্য বড় মাদকের চালান বলে উল্লেখ করা হয়েছে।
খবরে বলা হয়েছে মিয়ানমারের শান প্রদেশে দীর্ঘদিন চলমান জাতিগত সহিংসতায় যুদ্ধরত পক্ষগুলোর ভারী অস্ত্র গোলাবারুদ সংগ্রহের অন্যতম উপায় হিসেবে মাদক উৎপাদন, বিপণন ও পাচার প্রধান লক্ষ্য। শান প্রদেশের অনেকাংশ এলাকা যুদ্ধরত বিদ্রোহী গ্রুপ উয়া আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্রোহী উয়া আর্মির নিয়ন্ত্রণে শান প্রদেশে হাজার হাজার হেক্টর জমিতে হেরোইনের উপাদান পপি, আফিম, ক্যফেইন চাষাবাদ হয়ে থাকে। যেগুলো প্রক্রিয়া জাত করনের মাধ্যমে ইয়াবা, ৯৯৯, হেরোইন, আফিম, ক্যফেইন, গাজা সহ বিভিন্ন ব্র্যান্ডের মাদক প্রস্তুত করে পাচার করা হয় বিভিন্ন দেশে। ক্ষেত্র বিশেষে সেনাবাহিনীর নিজেদের কৌশল গত বিবেচনায় মাদক পাচারে ইন্দন যুগিয়ে অনৈতিক ফায়দা লুঠছে বলে অভিযোগ বিভিন্ন সংস্থার।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...