প্রকাশিত: ১২/০৭/২০১৭ ৮:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
টানা ৫ ঘণ্টা পর চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন মামলার বাদী সাবেক পুলিশ সুপার বাবুল আকতার।

মঙ্গলবার দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। এসময় মিতুর বাবা-মা’র অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। ।

বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করেন বাবুল আকতার।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার বিষয়ে সিএমপিতে এসেছিলেন বাবুল আক্তার। ওই দিন প্রায় আড়াই ঘণ্টা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন বাবুল আকতার।

মঙ্গলবার এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তার ডাকে লালদীঘির পাড়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসেছেন (বাবুল আক্তার) বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান।

তিনি বলেন, মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। বাবুল আক্তার মামলার বাদী। কিছু কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে। তাছাড়া মামলার বাদী হিসেবে কিছু তথ্য জানতে এবং তদন্তে সহযোগিতা করতে তিনি এসেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...

মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ...

দেশ দখলদারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে- শাহ জাহান চৌধুরী

টেকনাফের বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, দেশ দখল দারদের ...

অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাফিক জ্যাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্পটে ট্রাফিক জ্যাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সে কারণে দূরপাল্লার যাত্রীদের দূর্দশা এখন ...