উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৭:৩৮ এএম

নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্ত ঘেষা ওপারে তুমব্রু রাইট পয়েন্ট থেকে দফায় দফায় মর্টারশেলে হামলা করেছে মায়ানমার বাহিনী।

বিদ্রোহী দমনে সরকারী এ বাহিনী এসব হামলা চালায় বলে সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন,বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরকান আর্মির সদস্যরা মায়ানমার সেনা বাহিনীকে লক্ষ্য করে এ কে -৪৭ এর গুলি চালালে জবাবে মিয়ানমার সেনারা বৃহস্পতিবার গভীর রাতে এ বিদ্রোহীদের দমনে মর্টারশেল নিক্ষেপ করে আর যুদ্ধ বিমান থেকে গোলা নিক্ষেপ করে।

যে সব গোলাগুলির আওয়াজ পান ৪৫ নম্বর পিলার এলাকা বসবাসরত লোকজন। তাদের একজন নুরুল আমিন।

তিনি জানান,বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) রাত ১ টার দিকে হঠাৎ একটি যুদ্ধ বিমান ৪৫ পিলারের অদূরে সীমান্ত থেকে বেশ দূরে মায়ানমারের দু’বাহিনীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সীমান্তের ৩৪ পিলারের বিপরীতে মায়ানমার সেনা ছাউনী তুমব্রু রাইট ক্যাম্প থেকে শুক্রবার (৪ নভেম্বর) জুমার নামাজের পর থেকে বিকেল ৫ টা পর্যন্ত
পরপর ৬ রাউন্ট মর্টারশেলের গোলাবর্ষণ করে।

যাতে মানুষ ভয়ে কাঁপে। কিন্তু নিজ বাড়ি-ঘর ছেড়ে কোথাও সরে যেতে চান না গ্রামের লোকজন।

ঘটনার সত্যতা স্বীকার করেন,ব্যবসায়ী আবদুল জলিল, আবদুল জাব্বার,আমির শরীফ ও ব্যবসায়ী আলী আকবর। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন,শুক্রবার জুমার নামাজরত অবস্থায় মর্টারশেলের আওয়াজ শুনেন তিনি।

মুসল্লী শফিক আহমদ জানান,নামাজরত অবস্থায় গোলার আওয়াজ শুনে ভয় পেয়েছেন তিনি।

সীমান্তের দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন, আসলে যা ঘটে তা সে দেশের অভ্যন্তরে। বৃহস্পতিবার রাতে বিমান ঘুরে যাওয়ার বিষয়ও তাদের অভ্যন্তরে। অনেক ভেতরে। আওয়াজ শুনে এ দেশের মানুষ। আতংক নেই নাইক্ষংছড়ি সীমান্তের পূর্বাংশে।

তিনি আরো বলেন,তার দায়িত্বপূর্ণ ৪৩ থেকে ৫২ পিলার সীমান্ত এলাকায় বিজিবি সর্তক আছে। নিয়মিত টহল জোরদার রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার নিদানিয়ায় ত্রাসের রাজত্ব: ‘ডাকাত ভুট্টো’র দাপটে আতঙ্কিত জনপদ

উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের ...

জামায়াত নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় ...

বিরোধী নেতাকে ‘রোহিঙ্গা’ প্রার্থী বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৮ ...

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...