প্রকাশিত: ২৯/১২/২০১৬ ৯:৪৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানা সদরে অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবছর প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্যে পুরো বান্দরবান জেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ইসরাত নওসিন ইফাত। এবছর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের পিএসসি পরীক্ষায় মোট ৮৯ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে এবং শতভাগ পাশ করেছে ।
এর মধ্যে বান্দরবান জেলার সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকারসহ (গোল্ডেন এ প্লাস) এ প্লাস পেয়েছে ১৩ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা বলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক,অভিভাবকের আন্তরিক সহযোগীতার করনেই এমন সাফল্য অর্জন সম্ভভ হয়েছে । আগামীতে সবার সহযোগীতায় প্রতিষ্ঠানের ফলাফল আরো সন্তোষ জনক করা হবে বলে তিনি প্রত্যয় বক্তব্য রাখেন ।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...