প্রকাশিত: ০৮/০৪/২০১৭ ৮:৫৯ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল (৭ এপ্রিল) শুক্রবার বেলা ২টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চের মাঠে অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বেবী ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক্, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মুহাম্মদ হোছাইন, সদস্য সচিব ওমর ফারুখ, জেলা যুবনেতা মুহাম্মদ আকবর,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি চেয়ারম্যান হাবীব উল্লাহ, বাইশারী চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী প্রমূখ। কাউন্সিল উদ্বোধক হিসেবে ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মুহাম্মদ হোছাইন। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সদস্য সচিব ওমর ফারুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ তারেক রহমান, আওয়ামীলীগ নেতা শফি উল্লাহ, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ সিরাজুলসহ অন্যরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা পরিষদের টি,টি,সি,আই হলরুমে স্থানীয় যুবলীগের ১শত ২৬জন কাউন্সিলারদের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে ২জন সভাপতি পদে ও ২জন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে। চেয়ার প্রতীকে ৭৫টি ভোট পেয়ে জসিম উদ্দীন সভাপতি নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি হোসেন আহম্মেদ পান ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী হোসেন বই প্রতীকে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ইব্রাহীম আজাদ পান ৩৩ ভোট। মোট ভোটের মধ্যে কয়েক ভোট নষ্ট ও অনুপস্থিতির কারণে ১১৯ ভোট গ্রহণ করা হয়েছে এবং সুষ্ঠ ভোট গ্রহণের মধ্যে দিয়ে সম্মেলন অনুষ্টান সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...