প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৯:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৭ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়িতে সোমবার সকালে ২১ আগষ্ট গ্রেনেড হামলার ১৩ বছর পুর্তিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীতে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিটি নিরবতা পালন, মানব বন্ধন ও আলোচনা সভা।

উপজেলা জেলা আ‘লীগের আহ্বায়ক মাষ্টার ক্যউচিং চাক্ এর সভাপতিত্বে আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক মিনিটি নিরবতা পালন করেন।

বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা আ‘লীগের আহ্বায়ক মাষ্টার ক্যউচিং চাক্ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আ‘লীগের সনিনিয়র নেতা অধ্যাপক এম, শফি উল্লাহ, যুগ্ন আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, যুগ্ন আহ্বায়ক আবু তাহের,ক্রালং মার্মা, সদস্য সচিব মোঃ ইমরান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ তারেক রহমান, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম কালু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জসিম উদ্দীন, ইব্রাহীম আজাদ, সদর ইউনিয়ন সহ সভাপতি মোঃ মিজানুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনছারুল্লাহ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আব্দু সাত্তার, সাংগঠনিক সম্পাদক স্বপন চাক্ , কৃষকলীগ সভাপতি মোস্তাফা কামাল লালু, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন শিমু , ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, আব্দু রহমান বাপ্পী, রেজাউল করিম, মোঃ ফয়সাল আজাদ, ইমন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে গ্রেনেড হামলায় মামলায় রায় দ্রুত কার্যকর করে আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। পরে কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বেশ কিছু নেতৃবৃন্দরা একজন থেলাসামিয়া রোগীসহ অন্যান্য রোগীদের মাঝে স্বেচ্ছায় রক্ত দান করেন এবং উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে যুগ্ন আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের বিচারের দাবী জানান।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...