ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২২ ৮:০১ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে সোনালী (৬৫) নামে বাংলাদেশি বয়োজ্যেষ্ঠ নারী আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় ৪৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরু নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণ হলে পা ও শরীরে মারাত্মত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘সোমনার বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বর্তমানে সে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

কয়েকমাস ধরে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে মিয়ানমারের গরু নিয়ে আসছে কয়েকটি চক্র।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...