উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১১/২০২২ ৯:৪৮ এএম

আর ক‘দিন পরেই ফুটবল প্রেমীদের বড় আসর বিশ^কাপ ফুটবলের আসর বসছে কাতারে। পছন্দের দলের সমর্থকেরা জানান দিতে বিদেশী পতাকায় ছেয়ে দিচ্ছে দেশ। আর এই পছন্দে পিছিয়ে নেই দ্বীপ উপজেলা কুতুবদিয়া। আনাচে-কানাচে ভবন কিংবা রাস্তায় উড়ছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। বিগত দু‘টি বিশ^কাপ চ্যাম্পিয়ন দলের সমর্থক নাই বললেই চলে। চলছে কার চেয়ে কোন দলের পতাকা বড় ওড়াতে প্রতিযোগীতা।

প্রত্যন্ত গ্রাম উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার দক্ষিনের পুল নামক স্থানে ধান ক্ষেতে ব্রাজিলের পতাকার তোরণ নির্মাণ করেছে স্থানীয় মো: ইমরান সহ অপর একজন সমর্থক। বোরো ধানের মাঠে সবুজ ক্ষেতে এমন তোরণ এটি উপজেলায় প্রথম বলে জানান অপর ব্রাজিল ফুটবল দলের সমর্থক হাসান মাহমুদ সুজন।
প্রসিদ্ধ ব্য¦সনা কেন্দ্র ধুরুং বাজারেও এই আমেজের কমতি নেই। বাজারের বাসিন্দা কুতুবদিয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থী বখতিয়ারুল হক বাবু একাই ধুরুং বাজারে টানিয়েছে ৯০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলের প্রতি অতি দরদে ২১ ফুট দীর্ঘ আরো একটি ্আর্জেন্টিনার পতাকা তুলেছে বুধবার। একই বাজাওে জেলে পাড়ার দিকে বেশ কয়েকজন ব্যবসায়ি মিলে একই দলের ১৮০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানিয়েছে বলে জানান সাইদুল করিম নামের এক ফুটবল প্রেমী এক ব্যবসায়ী।
কুতুবদিয়া নবারুন সংঘ ও কুতুবদিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার বিমল শীল জানান, বিশ^কাপ ফুটবলকে ঘিরে দ্বীপ কুতুবদিয়াতেও প্রধান দু‘টি দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা উৎসব মুখর দিনের অপেক্ষা করছে।

নানা প্রকি’লতার মাঝেও দ্বীপের ক্রীড়ামোদি সমর্থকরা প্রহর গুনছে। উপজেলা সদও বড়ঘোপ বাজার, ধুরুংবাজার, তাবালের চর প্রভৃতি জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন হচ্ছে বলেও তিনি জানান

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...