প্রকাশিত: ০৯/০৫/২০২০ ৩:৪৫ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
করোনা পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে আগামী ১৬ মে পর্যন্ত সকল ধরণের দোকানপাট বন্ধ রাখতে একমত হয়েছেন কক্সবাজারের ব্যবসায়ীরা।
দোকান ভাড়া মওকুফের ব্যাপারে মার্কেট মালিকদের সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার (৯ মে) বিকাল তিনটার দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নির্দেশনা অমান্য করে যারা দোকান খোলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন মার্কেটের দোকানদার, ব্যবসায়ীদের নিয়ে শহরের বড়বাজার নূর মোহাম্মদ কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে রফিক মাহমুদ বলেন, আমরা অনেকেই সরকারী সিদ্ধান্ত মানছি না। নিজেদের জীবনের চেয়ে অর্থকে প্রাধান্য দিচ্ছি। যে কারণে আমরা ঝুঁকির দিকে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের কোন কর্মচারী প্রণোদনা পায় নি। অনেক ব্যবসায়ী কষ্টে রয়েছে।
নিজেদের স্বার্থে রবিবার (১০ মে) থেকে অন্তত আর কয়েকটা দিন দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন রফিক মাহমুদ।
সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।
তিনি বলেন, শহরে ২০ হাজারের অধিক ব্যবসায়ী রয়েছে। তারা এখনো কোন ধরণের সাহায্য সহযোগিতা পায় নি। শ্রমিক-কর্মচারীদের মানবিক দিক বিবেচনায় ত্রাণ সহায়তা দিয়ে তাদের পাশে থাকতে জেলা প্রশাসন, পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি।
সভায় দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলম সওদাগর, মাহমুদুল হক।
সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফরহাদ, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান, জাহেদুল ইসলাম, জিল্লুর রহমান কাজল, অলি আহমদ জিয়া, মুহাম্মদ ফরিদ, কামাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোবারক হোসেন, আবদুল মান্নান, জহিরুল ইসলাম, মহি উদ্দিন ভুট্টো, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ হাসনাত, আবু আহমদ।
আগামী অন্তত তিন মাসের ভাড়া মওকুফের ব্যাপারে মার্কেট মালিদের সাথে আলোচনা করারও সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়ীদের ওই সভায়।
সভায় জানানো হয়েছে- ভাড়া মওকুফ চেয়ে মার্কেট মালিকদের লিখিত দরখাস্ত করবে ব্যবসায়ীরা। যার যার মার্কেটের দায়িত্ব তাকে নিতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...