ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ১২:৫৮ পিএম

জাতীয় পরিচয়পত্র বানাতে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন দুজন রোহিঙ্গা। ভুয়া জন্মসনদ দিয়ে নিজেদের তাঁরা ভৈরবের বাসিন্দা বলে দাবি করেন। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার জিজ্ঞাসাবাদে ধরা খেয়েছেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক হওয়া দুজন পুলিশের কাছে নিজেদের নাম হামিদা বেগম (২৮) ও মো. এরশাদ (২০) বলে উল্লেখ করেন। এ ঘটনায় জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা হয়েছে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে একজন নারী ও একজন পুরুষ একসঙ্গে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে জাতীয় পরিচয়পত্র বানাতে চাওয়ার কথা বলেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র দেন। কাগজপত্র দেখে নির্বাচন কর্মকর্তার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ আরও বড় হয়। পরে তিনি বুঝতে পারেন তাঁরা রোহিঙ্গা।

ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন, দুজন ভৈরব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ভুয়া জন্মসনদ তৈরি করেন। সনদে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হকের স্বাক্ষরটি জাল। তাঁদের সম্পর্কে কাউন্সিলরকে জানানো হয়। তখন কাউন্সিলর তাঁদের চেনেন না এবং জন্মসনদে স্বাক্ষর দেননি বলেও জানান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছেন তাঁরা রোহিঙ্গা। আটক হামিদা নিজের স্বামীর নাম মো. সালেহ বলে জানান। এরশাদ জানান তাঁর বাবার নাম রফিক আহমেদ।

ওসি আরও জানান, হামিদা থাকেন কক্সবাজারের হামিদাপাড়া পাহাড়তলী এলাকায়। আর এরশাদ থাকেন একই জেলার রামুতে। তাঁদের বিরুদ্ধে ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়। দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারের জেলহাজতে পাঠানো হয়

পাঠকের মতামত

উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ, সেই যুবদল নেতা বহিষ্কার

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে ...

হেলালী-মাহবুব-জাফর প্যানেলের পূর্ণ বিজয় উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বহুল প্রতিক্ষীত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র দ্বি-বার্ষিক নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। এতে ...

দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন ...

মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার করল বিজিবি

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বর্ডার গার্ড ...

উখিয়া -টেকনাফ উপজেলা নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনে ...