
হানিমুন নব দম্পতিদের অন্যতম কাঙ্ক্ষিত বিষয়। বিয়ের পরপরই সবাই হানিমুনে যাওয়ার জন্য উদগ্রীব থাকে। হানিমুনের জন্য মানুষ খুঁজে নেয় প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি।
হয়তো কোন সমুদ্র সৈকতে কিংবা কোন সুন্দর প্রকৃতির জায়গাকে অনেকে বেছে নেন। বাংলাদেশে হানিমুন করার জন্য যেকোন দম্পতির প্রথম পছন্দ কক্সবাজার। বেশিভাগ দম্পতি তাদের হানিমুনে কক্সবাজারেই যেয়ে থাকে।
কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সী-বিচ কক্সবাজার সৌন্দর্যের লীলাভুমি। এর রুপের টানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ছুটে আসে সেখানে। ঢাকা-কক্সবাজার মহাসড়কে চলাচল করে বাংলাদেশের অন্যতম লাক্সারিয়াস বাসগুলো।
এসব গাড়িগুলোর বাইরের দৃশ্য যেমন নান্দনিক তেমনি ভেরের দৃশ্য দেখলে আপনি অবাক হতে বাধ্য। কারণ এসব বাসে আপনি শুধু বসে নয়, শুয়েও যেতে পারবেন। চলুন এক নজরে দেখে নেই এসব বাসের ভেরের নান্দনিক সৌন্দর্য।
পাঠকের মতামত