
কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর বোর্ডের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চেম্বার কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। মূলত কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি মোহাম্মদ আলী গত ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করায় চেম্বারের ডাইরেক্টর বোর্ডের এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মরহুম মোহাম্মদ আলী মাগফিরাতের উদ্দেশ্য স্মরণ সভা ও দোয়া মাহাফিল সহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের সকল পরিচালক মরহুম মোহাম্মদ আলীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন কাজকর্ম স্মরণ করে বক্তব্য রাখেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে পরিচালক মোহাম্মদ সেলিমের পরিচালনায় চেম্বারের পরিচালকগণের উপস্থিতিতে চেম্বারের সিনিয়র সহসভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিচালকগণের সর্বসম্মতিক্রমে চেম্বারের সিনিয়র সহসভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি মাহবুব উল হক মুকুল, মোরশেদ মোহাম্মদ আলী, চেম্বারের পরিচালক আবু জাফর সিদ্দিকী, মিজানুর রহমান চৌধুরী, ওমর হাকিম, টিপু সোলতান, মোহাম্মদ আয়াছ রনি, লায়ন ইন্জিনিয়ার সাহেদ সালাউদ্দিন এমজেএফ, মোহাম্মদ ফেরদৌস চৌধুরী, কে এস সাখের হোসাইন, চেম্বারের সচিব নুরুল কবির প্রমুখ।
পাঠকের মতামত