প্রকাশিত: ০৯/০৮/২০১৭ ৮:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ পিএম

নিউজ ডেস্ক::
এবার আট হাজার পিচ ইয়াবা নিয়ে স্ত্রীসহ এক পুলিশ সদস্য ধরা খেলেন বিজিবি’র হাতে। ধৃত মো. এরশাদ আলম (৩০) পুলিশ সদস্য হিসেবে চকোরিয়া থানায় কর্মরত রয়েছেন। ৭ আগস্ট সোমবার রাত পৌনে ১২টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে এ দম্পতিকে আটক করা হয়।

পরে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় ধৃত পুলিশ সদস্য ও স্ত্রী কামরুন নাহারকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মামলা রুজু করে বিজিবি। ইয়াবা নিয়ে পুলিশের বহুল আলোচিত গ্রেপ্তার বাণিজ্যের পর এবার ইয়াবার চালান নিয়ে সীমান্তে খোদ পুলিশ সদস্য ধরা খাবার ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।

বিজিবি হোয়াইক্যং বিওপির হাবিলদার মো. হায়দার আলী শেখ জানান, রাতে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি মাইক্রোতে তল্লাশি করে ধৃত কুমিল্লা বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর এলাকার মৃত আলী আজমের ছেলে মো. এরশাদ আলম ও স্ত্রী কক্সবাজার পিএমখালী ছনখোলা এলাকার আব্দুল হামিদের মেয়ে কামরুন নাহারের কাছে রক্ষিত শপিং ব্যাগ হতে ৪০টি ছোট পলিব্যাগ পাওয়া যায়।

যা গণনা করে ৮ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা। এছাড়া ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল সেটও উদ্ধার করা হয়। তবে ধৃত ব্যক্তি কোনো সরকারি বাহিনীর সদস্য কিনা তা অবগত নন বলে জানান।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান এ বিষয়টি এড়িয়ে গেলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল বলেন, মামলাটি যথাযথ তদন্ত করা হবে বলে জানান।

এদিকে চকোরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মো. এরশাদ আলম ৭/৮ মাস ধরে চকোরিয়া থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তবে গত তিনদিন ধরে সে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন বলেও জানান। সুত্র: কক্সবাংলা

পাঠকের মতামত

কক্সবাজার মহাসড়কে বেপরোয়া ঈগল বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

কোনো মাস্টার মাইন্ড জামায়াত বিশ্বাস করে না : কক্সবাজারে শফিকুর রহমান

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব মহান আল্লাহর, নেতৃত্বে ছাত্র-জনতা বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...