প্রকাশিত: ১৭/০৭/২০১৭ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ভবন নিমার্ণ করতে গিয়ে বিদ্যুৎ ¯পৃষ্ট হয়ে আলী আকবর (৩৫) নামে একজন নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়ারপাড়া গ্রামের জালাল আহমদের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ পৌরসভায় এ ঘটনাটি ঘটে। ছৈয়দ নুর (২১) নামের আরওএকজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি হ্নীলার লেদা গ্রামের রশিদ আহমদের ছেলে।

শ্রমিকরা জানায়, টেকনাফ পৌরসভার তৃতীয় তলার ভবন নিমার্ণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ ভবনটির ব্যয় প্রায় ৩২ লাখ টাকার কাজটি বরাদ্দ পায় মের্সাস জিপি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল সন্ধ্যার দিকে লোহার রড ছাদের তোলার সময় ১১ হাজার বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে বিদ্যুৎ ¯পৃষ্ট হয়ে আলী আকবর ও ছৈয়দ নুর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন এবং আহত ছৈয়দ নুরুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

জেলার বিভিন্ন ইউপি কার্যক্রমে স্থবিরতা

দেশের তৃণমূল পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ব্যবস্থা। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তৃণমূলে বাস্তবায়ন করে ...

দৈনিক যুগান্তরের প্রতিবেদন লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল-বেনজীর

ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক ...