এম আমান উল্লাহ আমান::
বঙ্গোপসাগরে মাছধরতে গিয়ে টেকনাফের ৬মাঝি-মাল্লাসহ মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা নিখোঁজ রয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের নুরুল ইসলাম প্রকাশ নূরীর মালিকানাধীন ইঞ্জিন চালিত নৌকা গতকাল বুধবার মাছ ধরতে সাগরে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে কুলে আসতে পারেনি।এতে নৌকার মাঝি জমিল আহমদের সাথে মোবাইলে যোগাযোগের পর আরেকটি নৌকা তাদের খুঁজতে গেলেও পরে মোবাইল বন্ধ হয়ে গেলে তাদের পাওয়া যায়নি।
এদিকে নৌকার মালিক নুরুল ইসলাম নূরী জানান কাল থেকে কক্সবাজার হতে টেকনাফ পর্যন্ত সাগরের বিভিন্ন জায়গায় নৌকা নামিয়ে খুঁজখবর অব্যাহত রাখছি।
নিখোঁজ ৬ জেলেরা হচ্ছে মাঝি জমিল আহমদ,আমির হোছন,কবির আহমদ,মকবুল আহমদ, পুতুইয়া এবং বশির আহমদ এবং ইঞ্জিন চালিত কাল রঙ এর নৌকাবোট ।
এ এপর্যন্ত তাদের কোন সন্ধান বা খুঁজখবর না পাওয়াই ৬ জেলের পরিবারের মধ্যে কান্নার রোল ও আহাজারি বিরাজ করছে। তাদের সন্ধান জানাতে নুরুল ইসলাম নূরী মোবাইল নং ০১৮১৩৯০৮৮০৫ ###
“জনাব,নেতা মুহিব উল্লাহ: ভাষার পাঠ, জীবনের সংগ্রাম” আমার ছাত্র মুহিব উল্লাহ, রোহিঙ্গা ক্যাম্পের অগ্রগামী নেতা, ...
পাঠকের মতামত