
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফে ২ জন মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মাদকসেবী ২ জন হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার কবির আহমদের পুত্র রশিদ আহমদ (৩২) এবং মিস্ত্রীপাড়ার করিম উল্লাহ’র পুত্র মোঃ রফিক (২৫)। ৭ ডিসেম্বর বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক এদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন।
জানা যায়, এরা দু’জনই মাদক সেবন করে স্ত্রীদের মারধর করে আসছিল। তাঁরা পরিবারের ভরন-পোষন না দিয়ে উল্টা মাদকের টাকার জন্য বাড়ির মালামাল থেকে শুরু করে স্ত্রীদের গয়না পর্যন্ত বিক্রি করে দেয়। খবর পেয়ে পুলিশ মোঃ রফিককে (২৫) আটক করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক এর আদালতে সোপর্দ করলে তিনি ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন।
অপরদিকে শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার মৃত আনু মিয়ার পুত্র মোঃ হোছন (৬০) বলেন ‘আমার মেয়ে আছিমা খাতুনের সাথে রশিদ আহমদের বিয়ে হয়েছে সাড়ে ৩ বছর আগে। রশিদ আহমদ পেশায় একজন জেলে। বর্তমানে তাদের সংসারে ২ বছর বয়সী মেয়ে তসলিমা আক্তার এবং ১ বছর বয়সী পুত্র মোঃ ইয়াসিন সন্তান রয়েছে। মেয়ের সংসার সুখের জন্য নিজের টাকা খরচ করে ঘর তৈরী এবং জাল-নৌকা তৈরী করে দিয়েছিলাম। জাল-নৌকা বিক্রি করে মাদক সেবনে ধ্বংস করেছে। হৃষ্টপুষ্ট শরীর ছিল, তাও শেষ। মাদকের পেছনে সব কিছু ধ্বংস করে এখন মাদক সেবনের টাকার জন্য আমার অসহায় মেয়েকে রাতদিন নির্যাতন চালিয়ে আসছে। অনেক বুঝানোর পরও সৎ পথে ফিরে না আসায় নিরুপায় হয়ে প্রশাসনের আশ্রয় নিয়েছি’। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক এর আদালত তাঁকেও ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। ##
পাঠকের মতামত