ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০১/২০২৫ ৮:০৬ পিএম

কক্সবাজার টেকনাফের পাহাড় থেকে মোহাম্মদ শরিফ নামে এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরিফ মুচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ডাকাত শফিগ্রুপের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাহাড়ের একটি ঝোপের পাশে শরিফ ডাকাতের মরদেহটি মাটিচাপায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে শরীফকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। রোহিঙ্গাদের ডাকাতচক্রের বিরোধের জেরে অপরপক্ষ কিংবা নিজেদের বিরোধের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

এ মরদেহ উদ্ধারের খবরে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন রোহিঙ্গারা।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘শরীফের অত্যাচারে স্বয়ং রোহিঙ্গারাই অসহায় ছিল। তার মৃত্যুতে স্বস্তি পেয়ে রোহিঙ্গারা এমন উল্লাস প্রকাশ করেছেন।’

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...