উখিয়া নিউজ ডটকম:;
টেকনাফে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে ডিবি পুলিশের উপর হামলা এবং সরকারী কাজে বাঁধা দানের মামলায় ৩০জন আসামীকে আটক করে আদালতে পাঠিয়েছে।
সুত্রে জানা যায়,১৫জুলাই ভোররাতে এসপি সার্কেল (উখিয়া) চাইলাউ মারমা,জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খাঁনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স উপজেলার ইয়াবা জোন খ্যাত সদরের নাজিরপাড়া ও সাবরাং সিকদার পাড়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের উপর হামলা এবং সরকারী কাজে বাঁধা দানের পৃথক দু‘টি মামলায় ৩০জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান জানান।
উল্লেখ্য গত ১৮মে নাজিরপাড়ার এণাম মেম্বারের বাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা হামলা চালায় এবং মারধর করে।
সর্বশেষ গত ১২জুলাই জেলা গোয়েন্দা পুলিশের আরো একটি দল সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের হাতে জিম্মি ও অবরুদ্ধ হন। পরে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
এই ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত আসামী করে পৃথক মামলা দায়ের করা হয়। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় চিহ্নিত ইয়াবা গডফাদারেরা বিশেষ মহলের ইন্দনে তাদের উপর হামলা শুরু করে।
অনেক স্থানে ডিবি পুলিশের উপর হামলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে বলে একাধিক গোপন সুত্র দাবী করছে।
পাঠকের মতামত