প্রকাশিত: ১৬/০৭/২০১৭ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪২ পিএম

উখিয়া নিউজ ডটকম:;
টেকনাফে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে ডিবি পুলিশের উপর হামলা এবং সরকারী কাজে বাঁধা দানের মামলায় ৩০জন আসামীকে আটক করে আদালতে পাঠিয়েছে।

সুত্রে জানা যায়,১৫জুলাই ভোররাতে এসপি সার্কেল (উখিয়া) চাইলাউ মারমা,জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খাঁনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স উপজেলার ইয়াবা জোন খ্যাত সদরের নাজিরপাড়া ও সাবরাং সিকদার পাড়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের উপর হামলা এবং সরকারী কাজে বাঁধা দানের পৃথক দু‘টি মামলায় ৩০জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান জানান।

উল্লেখ্য গত ১৮মে নাজিরপাড়ার এণাম মেম্বারের বাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা হামলা চালায় এবং মারধর করে।

সর্বশেষ গত ১২জুলাই জেলা গোয়েন্দা পুলিশের আরো একটি দল সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের হাতে জিম্মি ও অবরুদ্ধ হন। পরে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এই ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত আসামী করে পৃথক মামলা দায়ের করা হয়। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় চিহ্নিত ইয়াবা গডফাদারেরা বিশেষ মহলের ইন্দনে তাদের উপর হামলা শুরু করে।

অনেক স্থানে ডিবি পুলিশের উপর হামলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে বলে একাধিক গোপন সুত্র দাবী করছে।

পাঠকের মতামত

বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর (স) আদর্শই একমাত্র পথ- মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার আওয়াজ ...

সিনহা হত্যাকাণ্ড: সেনাপ্রধানের সঙ্গে মা-বোনের সাক্ষাৎ

সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে দেখা করেছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ ...

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...

মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ...

দেশ দখলদারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে- শাহ জাহান চৌধুরী

টেকনাফের বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, দেশ দখল দারদের ...