প্রকাশিত: ০৬/০৬/২০১৭ ৯:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ পিএম

টেকনাফ প্রতিনিধি ;;
ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন পরিষদ সমুহে ত্রাণ বরাদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন এলাকার ভূক্তভোগী,রাজনৈতিক নেতা,সচেতনমহল ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে ত্রাণবিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির কথা স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা এই ব্যাপারে সরকারের উর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। গত ২৯মে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানলে সন্টমার্টিন,শাহপরীরদ্বীপ,সাবরাং,টেকনাফ পৌরসভা,টেকনাফ সদর,বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দল ও মন্ত্রী-এমপিরা সেন্টমার্টিন,শাহপরীরদ্বীপ,সাবরাং,টেকনাফ সদর ইউনিয়ন পরিদর্শন করলেও হ্নীলা,হোয়াইক্যং এবং বাহারছড়া ইউনিয়নের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখার জন্য সরকারের উপর মহলের কেউ দেখতে আসেনি। সম্প্রতি টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপর মহলের বিশেষ নির্দেশনায় সেন্টমার্টিন ইউনিয়নের ১হাজার ৭০ পরিবারের জন্য ২৫মেঃটন চাল ও নগদ আড়াই লক্ষ টাকা,সাবরাং ইউনিয়নের ৪হাজার পরিবারের জন্য ২৩মেঃটন চাল ও নগদ আড়াই লক্ষ টাকা,টেকনাফ পৌরসভার জন্য ৭মেঃটন চাল,টেকনাফ সদর ইউনিয়নের ৪হাজার ৩শ পরিবারের জন্য ১৮মেঃ টন চাল ও নগদ ৩০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তদস্থলে হোয়াইক্যংয়ের ৪হাজার ১শ ৮পরিবারের জন্য ২মেঃটন চাল,হ্নীলা ইউপির ৪হাজার ৫শ পরিবারের জন্য ২মেঃটন চাল,উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ৪হাজার ৫শ পরিবারের জন্য ৩ মেঃটন চাল ও নগদ ৫০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। যা চাহিদার তূলনায় একেবারে অপ্রতুল। প্রাকৃতিক দূর্যোগে পুরো টেকনাফে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হলেও হ্নীলা,হোয়াইক্যং এবং বাহারছড়া ইউনিয়নবাসীর প্রতি উপর মহলে সংশ্লিষ্টদের বৈষম্যমূলক আচরণে ক্ষুদ্ধ হয়ে উঠছে সাধারণ মানুষ। এখনো শত শত পরিবার পবিত্র রমজান মাসে খোলা আকাশে মানবেতর দিনযাপন করলেও কারো মাথাব্যথা দেখা যাচ্ছেনা। অনেক চেয়ারম্যান-মেম্বার রহস্যজনক কারণে মুখ ফুটে প্রতিবাদ করতে না পারলেও নিরবে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভূক্তভোগী জনসাধারণ ক্ষতিগ্রস্থ সবাইকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ত্রাণ সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...

মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ...

দেশ দখলদারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে- শাহ জাহান চৌধুরী

টেকনাফের বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, দেশ দখল দারদের ...

অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাফিক জ্যাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্পটে ট্রাফিক জ্যাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সে কারণে দূরপাল্লার যাত্রীদের দূর্দশা এখন ...