প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৩:৪৯ পিএম , আপডেট: ০৯/০৯/২০১৬ ৪:৩৭ পিএম

জাবেদ ইকবাল চৌধুরী , টেকনাফ (কক্সবাজার ) :
টেকনাফে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য এম আলীকে (৪০) আটক করেছে পুলিশ। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার দুবাই প্রবাসী কবির আহমদের ছেলে। তাকে টেকনাফ মডেল থানার এএসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম (৯ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে মৌলভী বাজার নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা রয়েছে ।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান, ধৃত এম আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় তালিকাভুক্ত সদস্য। পুলিশ তাকে বেশ কিছুদিন থেকে খুজঁছে। কোরবানের ঈদকে সামনে রেখে সে এলাকায় এসে নাশকতার পরিকল্পনা কলছিলো। খবর পেয়ে ভোরে তাকে আটক করে হয়। তার বিরুদ্ধে টেকনাফ ও চট্টগ্রামের কতোয়ালী থানায় সন্ত্রাস বিরুধী আইনসহ একাধিক মামলা রয়েছে।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...