প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। নগরীর পানি নিষ্কাশনের নালা পরিষ্কার না থাকা এবং মহেশখালী অস্থায়ী বাধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে নদী কিংবা খাল নয়, নৌকা চলছে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার রাস্তায়। নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট।

রাতভর বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, ২ নম্বর গেইট ও চকবাজারসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে পড়েন নগরবাসী। এছাড়া চলাচলের জন্য যানবাহন না থাকায় বিপাকে পড়েন তারা।

মহেশখালী অস্থায়ী বাঁধ নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই নগরীর আগ্রাবাদসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে আজ সোমবার দুপুরে আগ্রাবাদ এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র আ জ ম নাসির। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, এ সমস্যাটা এখন আমরা মুখোমুখি হচ্ছি। আমরা এ বিষয়ে পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি, কাজটা আমরা যেভাবে শুরু করেছি এটি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করবো। আগামী বছর এটার একটা ভালো সুফল পাওয়া যাবে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...