উখিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি-প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ...

রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী সেনা ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।
এতে বলা হয়, রোববার সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর অতর্কিত গুলি শুরু করে সন্ত্রাসীরা। এসময় নাসিম (১৯) নামে এক সৈনিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বর্তমানে রাজস্থলী এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
পাঠকের মতামত