ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ৮:০০ এএম

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রাত সোয়া ১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। মনিরুল মওলার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠান ‘মুরাদ এন্টারপ্রাইজ’-এর নামে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুদক একটি মামলা দায়ের করে।

এ মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের তৎকালীন এমডি ও সিইও মনিরুল মওলাসহ মোট ৫৮ জনকে আসামি করা হয়।

মামলাটি করেন দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক ইয়াছিন আরাফাত। এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

মামলার পর থেকে মনিরুল মওলা ছিলেন পলাতক। রোববার রাতে তাকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার অগ্রগতি শুরু হলো বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...