প্রকাশিত: ১২/১২/২০১৭ ৭:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৪ এএম
hasi
১২ সেপ্টেম্বর ২০১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন- ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমার থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে সৌদি বাদশা সালমান। সৌদি সরকারের দাতা সংস্থার (কেএস রিলিফ) সুপারভাইজার জেনারেল ড.আব্দুললা্হ আল-রাবেয়া সৌদি সরকারের পক্ষে এই ধন্যবাদ জানান বলে জানিয়েছে সৌদিতে বাংলাদেশি নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসিহ।

সোমবার রিয়াদে সৌদি সরকারের দাতা সংস্থার (কেএস রিলিফ) সুপারভাইজার জেনারেল ড.আব্দুললা্হ আল-রাবেয়ার সংঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ রোহিঙ্গাদের উপর যৌথ রিপোর্ট জমা দেওয়ার সময় এই কথা জানান।

বাংলাদেশের সৌদি রাষ্ট্রদুত গোলাম মোশি আরব নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, বাংলাদেশের অবস্থানরত রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ জানান। রোহিঙ্গা শরনার্থীদের সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছে। তাদের খাদ্য, পোশাক, আশ্রয়কেন্দ্র, শিক্ষা চিকিৎসা ইত্যাদি প্রয়োজন। তাদের সাহায্যে সৌদি সরকার এগিয়ে আশায় রোহিঙ্গাদের কষ্ট কমেছে।

রোববার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং সৌদি বাদশার মানবিক সাহায্য নিয়োজিত দাতা সংস্থা (কেএস রিলিফ) প্রতিনিধিরা দুদিনের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। পরিদর্শন শেষে যৌথ রিপোর্ট জমা দেন তারা। এসময় ইউএনএইচসিআর এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ কেলি ক্লেমেন্ট এবং উপসাগরীয় অঞ্চলের প্রতিনিধি খালিদ খালিফা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের সংকট মোকোবেলায় এগিয়ে আসতে গত সেপ্টেম্বরের ১‘শ ৬০ কোটি টাকার ত্রাণ সহায়তার দেয়ার প্রতিশ্রুতি করে সৌদি সরকার। তবে জুলাই মাসে ইউএনএইচসিআর সৌদি সরকারের দেয়া মোট প্রায় ২শ ৪০কোটি টাকার ত্রাণ সহায়তা বিতরণ করে।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...